আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকার এপপ নিয়ে । এর সাহায্যে আপনি আপনার সকল সীম নাম্বারের (বাংলালিনক, রবি, গ্রামীন, এয়ারটেল) সকল তথ্য জানতে পারবেন। সেই সাথে বাংলাদেশের সকল সীম (বাংলালিনক, রবি, গ্রামীন, এয়ারটেল) এর সকল চলতি অফার জানতে পারবেন।
প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
এটি যেহেতু সকল সীম নাম্বারের Management করবে এবং আমাদের বাংলাদেশে প্রায় প্রিতিনিয়ত সীম কোম্পানির অফারগুলো change হয় তাই এটি ব্যবহার করতে অনলাইন অথাৎ এমবি লাগবে। তবে চিন্তার কিছু নেই । কারন সামন্য এমবি খরচ করে আপনি আপনার সকল সীমের খোজ খবর রাখতে পারবেন, আর মোবাইলের অফার জানার জন্য অন্য কোন সাইট ভিজিট করতে হবে না
এখানেই সকল কিছু পাবেন কারন এটি সকল সীম কোম্পানির অফিসিয়াল সাইটের তথ্য প্রদান করে থাকে। তাই আর দেরি না ডাওনলোড করুন। আমি কথা দিচ্ছি ভাল লাগবে।